হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোনো মানুষ যদি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কর্তৃক নির্ধারিত নিয়ামতে সন্তুষ্ট থাকে, তবে সে পৃথিবীতে স্বাধীন; অর্থাৎ তাকে অন্য কারো নিকট দ্বারস্থ হতে হয় না। অপরদিকে কেউ যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়ামতে সন্তুষ্ট না থাকে, আরো পাওয়ার লোভ করে, তবে তাকে অন্যের দ্বারস্থ হতে হয় এবং তার লোভ তাকে পরাধীন দাসে পরিণত করে।
আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেন,
أَلْعَبْدُ حُرٌّ ما قَنَعَ، أَلْحُرُّ عَبْدٌ ماطَمَعَ.
বান্দা যদি (আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়ামতে) সন্তুষ্ট হয়- তবে সে ‘স্বাধীন’; (আর) একজন স্বাধীন মানুষ যদি লোভী হয়- তবে সে পরাধীন (অর্থাৎ অন্য মানুষের দাসে পরিণত হয়)।
[গুরারুল হিকাম, খন্ড- ১, পৃষ্ঠা- ১১৩]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের জন্য নির্ধারিত নিয়ামতে সন্তুষ্ট থাকার এবং নিয়ামতের শুকরিয়া আদায়ের তাওফিক দান করুক।